গাইবান্ধা-৫ আসন থেকে সড়ে দাড়ালেন জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান

আমাদের প্রতিদিন
2024-09-08 05:39:39

গাইবান্ধা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন থেকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা নির্বাচন থেকে সড়ে দাড়ালেন।  বুধবার বিকেলে তার বাসভবন ঘুড়িদহে নেতা কর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে প্রার্থী আতাউর রহমান আতা বলেন, নেতা কর্মীদের মারপিট, ভয়-ভীতি, হামলা, নির্বাচনী অফিস ভাংচুরসহ বিভিন্ন অনিয়মের কারনে আজ থেকে নির্বাচনী প্রচারনা থেকে সড়ে দাড়িয়েছি। এসময় জাতীয় পার্টির  শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। এ রিপোট লেখা পর্যন্ত নির্বাচনী আইন বিধি মোতাবেক রিটার্নিং কর্মকর্তা বরারব লিখিত আবেদন দেওয়ার প্রস্তুতি চলছে।