রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) সংসদীয় আসনের ১৩০টি কেন্দ্রের মধ্যে ৫৭টি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়াই ৭৩টিতে সকল প্রকার সরঞ্জাম এবং প্রিজাইডিং কর্মকর্তা, সহকারি প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব নির্বাচনী মালামাল গ্রহণ করেন প্রিজাইডিং কর্মকর্তারা।
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, রৌমারী উপজেলায় মোট ৬১টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রের ব্যালট পেপারসহ সকল প্রকার নির্বাচনী মালামাল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা গ্রহণ করেছেন। অবশিষ্ট ২১টি কেন্দ্রের ব্যালট পেপার ছাড়া সকল প্রকার মালামাল প্রিজাইডিং কর্মকর্তা’রা গ্রহণ করেছেন। তবে ভোটের দিন সকাল ৬টার মধ্যে পুলিশি পাহাড়ায় ২১ টি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে।
অপর দিকে রাজীবপুর উপজেয়ায় ২৭টি নির্বাচনী কেন্দ্রের মধ্যে শুধু মাত্র ৮ কেন্দ্রের ব্যালট পেপারসহ সকল প্রকার মালামাল প্রিজাইডিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। অবশিষ্ট ১৯টি কেন্দ্রের নির্বাচনী ব্যালট পেপার ছাড়া সকল প্রকার সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। ভোটের দিন সকাল ৬ টার মধ্যে পুলিশি পাহাড়ায় ১৯টি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে।
একইভাবে চিলমারী উপজেলায় ৪২টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়াই সকল প্রকার নির্বাচনী সরঞ্জাম দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা গ্রহণ করেন। অবশিষ্ট ২৫টি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়াই সকল প্রকার নির্বাচনী মালামাল নিয়ে প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেন। ভোটের দিন সকাল ৬টার দিকে পুলিশি পাহাড়ায় ২৫টি কেন্দ্রের ব্যালট পেপার পৌঁছানো হবে।
এ আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে জাতীয় পার্টি (জেপি) রহুল আমিন ও বাংলাদেশ কংগ্রেস জাতীয় জোটের গণঅধিকার পার্টির (পিআরপি) প্রার্থী আব্দুল হামিদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মাঠে এখন ৯জন প্রতিদ্ব›িদ্ধতা করছেন। এতে রৌমারী উপজেলায় ৬১টি কেন্দ্র, রাজীবপুর উপজেলায় ২৭টি কেন্দ্র ও চিলমারী উপজেলায় ৪২টি কেন্দ্র। মোট ১৩০টি কেন্দ্রের মধ্যে ৩ লাখ ৩৮ হাজার ৪০৬জন সাধারণ ভোটার রয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচন ৭ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হবে।