লালমনিরহাট প্রতিনিধি:
সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন শেষে গণনা চলছে। ইতিমধ্যেই লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের গণনা শেষে এই আসনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন পেয়েছেন ৮৯ হাজার ৯ শত ৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ৭৪ হাজার ৩২ ভোট ।
এই আসনে অন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা হলেন: আমজাদ হোসেন তাজু (ট্রাক), আজম আজাহার হোসেন (মোমবাতি), হাবিব মোহাম্মদ ফারুক (মশাল)।