দিনাজপুর-৫  আসনে নৌকার মাঝি এ্যাড. মোস্তাফিজুর রহমান ৮ম বারের মত বিজয়ী

আমাদের প্রতিদিন
2024-09-09 22:12:01

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী সংসদীয় আসনে লাগাতারভাবে ৮ম বারের মত নৌকার প্রতিকে জয়লাভ করেছেন সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। দুই উপজেলা মিলে তার ভোট সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৪২৮। এর মধ্যে পার্বতীপুর উপজেলায় পান ১ লাখ ২ হাজার ৫৩। ফুলবাড়ী উপজেলায় পেয়েছেন ৬৫ হাজার ৩৭৫ । তার দুরতম স্বতন্ত্র ট্রাক প্রতিদ্বন্দী এ্যাড. হজরত আলী বেলাল দুই উপজেলা মিলে পেয়েছেন ২৬ হাজার ৪৮২। এর মধ্যে পার্বতীপুর উপজেলায় ১৮ হাজার ৫১৪ ও ফুলবাড়ী উপজেলায় পেয়েছেন ৭ হাজার ৯৬৮। সংসদীয় আসনটিতে কেন্দ্র সংখ্যা ছিল ১৪০টি। ভোটার সংখ্যা ছিলো ৪ লাখ ৫০ হাজার ১৩৫। হিজড়া ভোটার ছিলো ৩জন। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্নভাবে ভোট হয়েছে।