ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

আমাদের প্রতিদিন
2024-09-08 09:17:46

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বজলুর রশিদ (৫৬) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪ টায় ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর শৌলা এলাকার সোনামুখি বাজার সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ১নং বুলাকীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আমজাদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি তার মেয়েকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়ী চিরিরবন্দর থানার আমবাড়ী এলাকায় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ঘোড়াঘাটে থানার ১নং বুলাকিপুর ইউপির দামোদরপুর মৌজার সোনামুখি বাজার সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ  আঞ্চলিক মহাসড়কে পৌছলে দিনাজপুর হইতে ঢাকা গামী একটি চাল বোঝাই ট্রাক ( যাহার নং ঢাকা-মেট্রো-ট-১৬-১৪১৪) এর সাথে মোটরসাইকেলের সাথে মুখো-মুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভিকটিম বজলুর রশিদ(৫৬) মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় নিহত ব্যক্তিকে উদ্ধার ও মালবোঝাই ট্রাকটি আটক সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।