ফুলবাড়ী (কুড়িগ্রাম) ও কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরে মামলার হাজিরা দিয়ে বাড়ী ফেরার পথে ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ঘটনাটি ঘটে বিকাল ৩টার দিকে রংপুর মীরবাগ এলাকার বুড়াইল ব্রীজের নিকট ইট ভাটার সামনে। নিহত যুবক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ সুজন মিয়া (২২)।
নিহত সুজনের প্রতিবেশী বাবু জানিয়েছেন, সে মঙ্গলবার সকালে নিজ মোটর সাইকেল যোগে একটি মামলায় আদালতে ধায্য দিনে হাজিরা দেওয়ার জন্য রংপুরে যায়। হাজিরা শেষে বাড়ী ফেরার পথে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগএলাকার বুড়াইল ব্রীজের নিকট আসলে বিকাল ৩টার দিকে দ্রæতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত