শৈত্য প্রবাহে সূর্য মামার দেখা মেলে নি! কারো পৌষ মাস কারো সর্বনাশ

আমাদের প্রতিদিন
2024-09-10 19:57:07

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

হিমালয়ের পাদদেশ উত্তরের জেলা নীলফামারীতে ঘন কুয়াশা আর শীতের তীব্রতার কারণে বিপাকে পড়েছে এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষ। গত ৫ দিন ধরে দেখা নেই সূর্যের। সঙ্গে কুয়াশা থাকায় বেড়েছে শীতের তীব্রতা। টানা ৫দিন শৈত্য প্রবাহের ফলে উপজেলার নিবন্ধনকৃত ১৭ টি চাল কল ও চাতালের মধ্য ১টি মাত্র অটো রাইচ মেইল ছাড়া বাকি ১৬ টি চাতাল বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছেন এর সঙ্গে জড়িত প্রায় শতাধিক শ্রমিক। কিশোরগঞ্জ উপজেলার চাতাল মালিক সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘একটানা ৫ দিন শৈত্য প্রবাহের কারণে মাত্রা রিক্ত ঠান্ডায় শ্রমিকরা কাজ করতে পারছে না। গোডাউনে ধান আছে শুকাতে পারছি না। ঐ চাতালের নারী শ্রমিক সদর ইউনিয়নের তেলীপাড়া গ্রামের পেয়ারী বেগম বলেন এবারকার জার ( ঠান্ডা ) জাবরে ধরেচে,রৌইদো ও নাই কামোও নাই। কেশবা কসাই পাড়া গ্রামের পিঠার ধান শুকাতে আসা তহুরা বেগম বলেন যেইদিন ধান ভিজিয়া শুকিরজন্য চাতালোত আনছি বেলায় আর উঠে না। পিঠা খাওয়া ও হয়না। আলহাজ্ব মমতাজ উদ্দিন অটো রাইচ মেইলের চেয়ারম্যান শাহজাদা ইমরান হানিফ বলেন , এ সময়টা চালকলগুলোতে ধান সিদ্ধ, শুকানো ও ভাঙানোর কাজ চলে। প্রতিদিন শতাধিক শ্রমিক বিভিন্ন চাতালে কাজ করতো প্রচন্ড শীত আর রোদ না থাকার কারনে অনেক দিনমজুর বেকার হয়ে আছে। রোদের অভাবে এখন চাতালে কাজ নেই। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন ,মৃদু হাওয়া বৈছে আজকে তাপমাত্রার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।