সিটি প্রেসক্লাব রংপুরের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আমাদের প্রতিদিন
2024-09-08 06:03:54

খবর বিজ্ঞপ্তির:

প্রতিবছরের মতো এবারেও সিটি প্রেসক্লাব রংপুরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে ক্লাব কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সিনিয়র সহসভাপতি জুয়েল আহমেদ, সহ-সভাপতি এস এম খলিল বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, দপ্তর সম্পাদক আলী হায়দার রনি, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, সদস্য আকতারুল জামান, নুর মোহাম্মদ, মীর আনোয়ার আলী, এস এম শহীদুল ইসলাম, মৌসুমি শঙ্কর ঋতা, কিরণসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় শতাধিক দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।