কুড়িগ্রাম অফিস:
কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের দেড় হাজার সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণের উদ্বোধন করেন জোনাল ম্যানেজার মোঃ রকিবুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. সাইফুল মজিদ এর নির্দেশনায় কুড়িগ্রাম জোনের আয়োজনে নাগেশ্বরীর রায়গঞ্জ শাখার উদ্যোগে অফিস চত্বরে সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল এ বিতরণ হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের জোনাল অডিট অফিসার মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
রায়গঞ্জ শাখা ব্যবস্থাপক রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেকেন্ড ম্যানেজার মাসুদ উন নবী প্রমূখ। এছাড়া দুপুরে গ্রামীণ ব্যাংক ভূরুঙ্গামারীর পাইকের ছড়া শাখার উদ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক ফজলুল হক প্রমুখ।