কুড়িগ্রামে ক্রীড়া লেখক সমিতির কমিটি গঠন

আমাদের প্রতিদিন
2024-11-04 09:36:25

লাইজু সভাপতি-সূর্য সেক্রেটারী

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বিশিষ্ট ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজুকে সভাপতি ও সাংবাদিক হুমায়ুন কবির সূর্যকে সাধারণ সম্পাদক নির্বাচন করে কুড়িগ্রাম ক্রীড়া লেখক সমিতির জেলা কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হলরুমে জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, সহসভাপতি হারুন অর রশীদ হারুন, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট মইনুল হক হিরো, আরটিভির জেলা প্রতিনিধি খন্দকার একরামুল হক স¤্রাট, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মাহফুজার রহমান খন্দকার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, মানবজমিন ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, যমুনা টিভির জেলা প্রতিনিধি নাজমুল হোসেন, ক্রীড়া সংগঠক নওমী নোমান  প্রমুখ।

মতবিনিময় সভায় সকলের মতামতের ভিত্তিতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়া জগৎ পত্রিকার স্টাফ রিপোর্টার জালাল হোসেন লাইজুকে সভাপতি ও কুড়িগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর টিভি ও দৈনিক সংবাদের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্যকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংসগঠকদের নিয়ে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।