রংপুরে মাজেদী তহমিনা কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

আমাদের প্রতিদিন
2024-10-09 17:39:01

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সদর উপজেলার লালচাঁদপুর এলাকার শীতার্ত অসহায়দের পাশে দাড়িয়েছে ইনামুল হক মাজেদী এন্ড তাহমিদা খাতুন কল্যাণ ট্রাস্ট। গত শুক্রবার মৌলভী পাড়া ও মহেশপুরের বিধবা, প্রতিবন্ধী,অসহায় মহিলা ও পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন ইনামুল হক মাজেদী এন্ড তাহমিদা খাতুন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ—সভাপতি ও শিক্ষক কর্মচারি ঐক্যজোট রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক মোহা: ইনামুল হক মাজেদী। এসময় সমাজসেবক আবু শাহাদৎ মোস্তাইন বিল্ল্যাহ, চাকুরিজীবি রিয়াজুল হক মানিক, একটিভ স্কুলের পরিচালক হাসানুর রহমান সজীব, স্থানীয় আজহার আলী, মাহফুজার রহমানসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।