তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে মহাসড়ক পারাপারের সময় রাকিব হোসেন (১৭) নামের এক ব্লিং লেদার কোম্পানির কর্মচারী সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। রাকিব হোসেন উপজেলার কুশার্ ইউনিয়নের ঘনিরামপুর বরাতি গ্রামের লোকমান হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, গত বুধবার (২৪ জানুয়ারী) কুশার্ ইউনিয়নের ঘনিরামপুর এলাকায় অবস্থিত ব্লিং লেদার কোম্পানিতে কাজ শেষে রাত ১১ টার সময় বাড়িতে যাওয়ার পথে রংপুর—দিনাজপুর মহাসড়কের বেলতলি নামক স্থান দিয়ে সড়ক পারাপারের সময় অজ্ঞতনামা ঢাকাগামী নাইট কোচের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থানেই নিহত হয়। ব্লিং লেদার কোম্পানির কর্মরত ইনচার্জ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।