পার্বতীপুরের হোসেন স্যার আর নেই

আমাদের প্রতিদিন
2024-09-08 06:56:16

পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:

পার্বতীপুরের সর্বজনবিদিত শিক্ষক মোঃ হোসেন স্যার আর নেই। তিনি সোমবার রাত ১০ টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো, ৯০ বছর। তিনি দীর্ঘদিন যাবত স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন। তিনি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বলা হয়, এলাকার প্রায় সব শিক্ষিত লোকই তার ছাত্র। ১৯৬৪ সালে জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগদান করে ২০০৫ সালে অবসরে যান। মহান আদর্শ ও জ্ঞানগার্ভিক চরিত্রের এই শিক্ষক মোঃ হোসেন সম্পর্কে ১৯৬৪ সাল থেকেই জনশ্রুতি ও সুক্ষেতি রয়েছে যে, ট্যালেন্টপুলে ৫ম শ্রেনী ও ৮ম শ্রেনীতে বৃত্তি পাওয়ার আশা মানেই মোহাম্মদ হোসেন স্যারের স্মরণাপন্ন হওয়া। লোভ-লালসা ও মোহের বাইরে থাকা এ শিক্ষকের অনেক উচ্চ পদস্থ  ট্যালেন্ট কর্মকর্তা দেশ-বিদেশে রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।