নিজস্ব প্রতিবেদক:
রংপুরে পৃথক অভিযানে ৫ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)'।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর খামারপাড়া এলাকার লাল মিয়া, নাজমুল ইসলাম ও আরাজি গুলাল বুদাই এলাকার আতিয়ার রহমান রুবেল।
এসব তথ্য জানিয়েছেন রংপুর মেট্রোলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান। তিনি জানান, সোমবার রাতে নগরীর ২১নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে খামারপাড়া এলাকার লালমিয়াকে আটক করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও চিবিয়ে ফেলা পলিথিনসহ ৬ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া উদ্ধার করা হয়। এছাড়া নাজমুল ইসলামের হেফাজত থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই রাতে আরাজি গুলাল বুদাই এলাকার পলাতক আসামি আতিয়ার রহমান ওরফে রুবেলের বাড়িতে অভিযান পরিচালনা করে তার হেফাজত থেকে ৪০ পুরিয়া (২০০ গ্রাম) শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে কোতয়ালী ও হারাগাছ থানায় পৃথক দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।