পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার, ২নং হরিদেবপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের আরাজি হরকলি (হিন্দুপাড়া) বিনয়ের বাড়ি থেকে সৈয়দপুর গামী বিশ্বরোড পর্যন্ত ১১৭৩ মিটার রাস্তার এইচবিবি(HBB) কাজ ধীরগতিতে সুন্দর ভাবে চলছে। গতকাল,শনিবার ১২.০০ ঘটিকায় সময় রংপুর মিঠাপুকুরের ঠিকাদার প্রতিষ্ঠান তিন কন্যা ট্রেডার্স এর মালিক সাংবাদিককে বলেন আমি রাস্তার কাজটি প্রথম শ্রেণীর ইট দিয়ে করতেছি।ঠিকাদার প্রতিষ্ঠান এর মালিক বলেন আমি নিজে দাঁড়ে থেকে রাস্তার কাজটি করতেছি। তিন কন্যা ঠিকাদার প্রতিষ্ঠান এর মালিকি আরো বলেন অত্র ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলজার রহমান নিজে দাঁড়ে থেকে রাস্তার কাজটি পরিচালনা করতেছেন। ইউপি সদস্য মোঃ গোলজার রহমান ও দয়াল , সুমন , নারু সহ গ্রামবাসীরা বলেন রাস্তার কাজটি সুন্দর ভাবে চলছে। গ্রামবাসীরা বলেন আমরা এই রাস্তা থেকে দীর্ঘদিন পর কাঁদামুক্ত হলাম।