তারাগঞ্জে ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-10-06 07:40:46

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: 

“ মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে খারুভাজ যুব কল্যাণ সংঘ আয়োজিত ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ ফেব্রু: ) মঙ্গলবার বিকালে স্থানীয় চেংডুবির মাঠে ইউপি সদস্য আবেদ আলীর সভাপতিত্বে উক্ত ফুটবল টুনার্মেন্টের ফাউনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সম্ভব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর সাত্তার, মিজানুর রহমান, সমাজ সেবক দুলাল হোসেন, শাহাজাদা সরকার, ইউপি সদস্য আব্দুল মোন্নাফ, আব্দুল কাফী, সাংবাদিক আব্দুর রাজ্জাক প্রমুখ। ফাইনাল খেলায় রংপুর একাদশকে ১—০ গোলে পরাজিত করে খারুভাজ একাদশ চ্যাম্পিয়ন হয়।