নাগেশ্বরীতে বাসের চাপায় প্রাণ গেলো বৃদ্ধের

আমাদের প্রতিদিন
2024-09-14 10:42:29

নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবেশী মাংস ব্যবসায়ীকে খাবার দিতে গিয়ে বাস চাপায় প্রাণ গেছে মফিজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের। ঘটনার পর পরেই রাস্তা অবরোধ করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করেন।আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভুরুঙ্গামারী—কুড়িগ্রাম মহাসড়কের নাগেশ্বরী পাথারি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মফিজ উদ্দিন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধরকার কুটি গ্রামের বাসিন্দা।  স্থানীয়রা জানান, সকালে মফিজ উদ্দিন পাথারী মসজিদ যাওয়ার সময় প্রতিবেশী মাংস ব্যবসায়ীর জন্য খাবার নিয়ে পাথারী মসজিদ বাজারে যান। সেখানে গেলে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী নৈশ কোচ হানিফ পরিবহনের চাপায় ঘঁনাস্থলেই তার মৃত্যু হয়। দূর্ঘটানার পরপরই বেলা ১১টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে প্রতিবাদ করেন এলাকাবাসী। পরে নাগেশ্বরী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন এনে যান চলাচল স্বাভাবিক করেন।