গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায়
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, অধ্যক্ষ নুরন নবী রানা, উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, সাংবাদিক আব্দুল বারী স্বপন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
যথাযথ মর্যাদায় দিবস দুটি উদযাপনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।