লালমনিরহাট প্রতিনিধি :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ৭ মার্চ যে স্বাধীনতার ডাক দিয়েছেন সেই ভাষণে মূলত আমাদের প্রধান শক্তি। ফলে মাত্র ৯ মাসে আমরা দেশকে স্বাধীন করতে পেয়েছি। বঙ্গবন্ধু আজ নেই এখন আমাদের তার যোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আজ (০৭ মার্চ) বৃহস্পতিবার লালমনিরহাটের আদিতমারীতে সোনার তরী নামে এক সংগঠনের সংগীত উৎসবে এ কথা বলেন।
তিনি বলেন, এ দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী চিন্তা করছেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছেন। কাজেই আমাদের এখন তাকে সহযোগীতা করতে হবে।
তিনি আরো বলেন, অশুভ রাজনীতির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সাম্প্রদায়িক রাজনীতির স্রষ্টাদের থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে রক্ষা করব।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির, অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হক বক্তব্য রাখেন।