নীলফামারীর ডিমলায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন

আমাদের প্রতিদিন
2024-07-15 14:46:59

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):

নীলফামারীর ডিমলায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্যে বিষয় “সুখে ভরবে আগামীর দিন, পেনশন হবে সর্বজনীন”। আজ বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিষেশ করে বয়স্ক জনগোষ্ঠির আর্থিক সুরক্ষা নিশ্চিত করনে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার। সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা সোনালী ব্যাংক এর শাখা ব্যবস্থাপক রুহুল আমিন সহ উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকগন।