কুড়িগ্রাম আঞ্চলিক পাসপার্ট অফিসর এক দালাল দুদক-এর হাত গ্রেফতার

আমাদের প্রতিদিন
2024-07-27 08:39:42

কুড়িগ্রাম অফিস:

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপার্ট অফিসে এক দালাল বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) টিমের সদস্যদর হাতে গ্রেফতার হয়েছ।

গ্রেফতারকৃত দালাল হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার হিঙ্গনরায় গ্রামের কানুপদ সরকার-এর পুত্র রতন চদ্র সরকার (৩৪)।

দুদকের সমন্নিত জেলা (কুড়িগ্রাম) কার্যালয় সূত্রে জানায়, কুড়িগ্রাম আঞ্চলিক পাসপার্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদর বিরুদ্ধে পাসপার্ট সেবা প্রদান গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযাগের প্রেক্ষিত উক্ত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ-এর নেতৃত্বে একটি দুদক টিম বুধবার (২০ মার্চ) দুপুরে উক্ত পাসপার্ট অফিস এনফার্সমেট অভিযান পরিচালনা করে। প্রথম টিম ঘটনাস্হলে ছদ্দবশে প্রবেশ কর দালাল শ্রেণির লাকজনদের তৎপরতা নিশ্চিত হয়। পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্হিতিতে উক্ত অভিযান পরিচালনা করে এবং পাসপার্ট সেবাগ্রহীতার নিকট টাকা গ্রহনকালে উক্ত দালাল রতন চদ্র সরকারকে টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট ওয়াজেদ ওয়াসীফ উক্ত অপরাধের জন্য গ্রেফতারকৃত দালালকে এক মাসের জেল ও একশত টাকা জরিমানা করেন।

দুদক-এর সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলন, “আমরা উক্ত পাসপার্ট অফিসের অফিস প্রধানকে অফিস স্টাফদের সাথে দালাল চক্রের অবাধ তৎপরতার বিষয় সতর্ক করেছি এবং আউট সোর্সিং-এ আনসার সদস্যদের বিরুদ্ধে কিছু অভিযোগের বিষয়ে বিভাগীয় ব্যবস্হা গ্রহণের জন্য উক্ত অফিস প্রধানকে নির্দশনা প্রদান করছি।”