নবাগত ইউএনওকে ফুলবাড়ী প্রেসক্লাবের ফুলেল শুভেচছা

আমাদের প্রতিদিন
2024-11-08 10:54:51

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবাগত ইউএনও রেহেনুমা তারান্নুম এর সঙ্গে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের ফুলেল শুভেচছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ( ২১ মার্চ) বৃহস্পতিবার বিকেল ৩টায় তার দপ্তরে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান খলিল, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, কালবেলা প্রতিনিধি অলিউর রহমান নয়ন, সমকাল প্রতিনিধি শাহীনুর রহমান শাহীন, নিউ নেশন প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ইত্তেফাক প্রতিনিধি অনিল চন্দ্র রায় প্রমূখ।

৩৫ তম বিসিএস কর্মকর্তা এর পূর্বে রংপুর বিভাগীয় কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এই প্রথম তার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।