পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

আমাদের প্রতিদিন
2024-07-13 07:13:49

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে বধ্যভুমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ২৫ মার্চ সোমবার সকালে পৌর শহরের জনপথ বিভাগের বধ্যভুমিতে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসানের সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। 

সভায় বক্তব্য আরো রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান  তৌহিদুল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন,  আনোয়ারা বেগম , থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,ওসি তদন্ত লাইছুর রহমানসহ অন্যান্যরা।

এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ্ব মাও. মোস্তাফিজুর রহমান রাজা।