রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অভিভাবক সমাবেশ

আমাদের প্রতিদিন
2024-07-27 09:03:00

খবর বিজ্ঞপ্তির:

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।  "একটাই লক্ষ্য হতে হবে দক্ষ "কারিগরি শিক্ষার এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া  রোধ এবং কারিগরি শিক্ষা প্রসারের লক্ষ্যে মঙ্গলবার দিনব্যাপী  অভিভাবক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়। 

অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ।এতে বক্তব্য রাখেন  রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম, বিভিন্ন টেকনোলজির সম্মানিত বিভাগীয় প্রধানগণ।

 সম্মানিত অভিভাবক বৃন্দ বক্তব্য রাখেন এবং এ প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে এবং হোস্টেল সমূহে  পড়াশুনার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কিছু সুপারিশ পেশ করেন। পরিশেষে অভিভাবক সমাবেশে সকলের মাতামাতের ভিত্তিতে একটি সুপারিশমালা প্রণয়ন করা হয়। পরিশেষে  মহান মুক্তিযুদ্ধে  আত্মদানকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। অভিভাবক সমাবেশে এ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্বের শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।