কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক। বুধবার বিকালে উপজেলা চত্ত¡রে প্রত্যেক পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও এমএম আশিক রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান জোনাব আলী ও জাপা নেতা রেজাউল আলম স্বপন প্রমূখ।