গোবিন্দগঞ্জের আলীগ্রামে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

আমাদের প্রতিদিন
2024-11-01 19:16:02

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জের আলীগ্রামে দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার পরবর্তী ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ, ২০২৪) বিকালে আলীগ্রাম মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত প্রায় তিনশ’ জনের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।

ইফতারপূর্ব এক বক্তৃতায় এমপি বলেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাস পবিত্র রমজান। এ মাস সামর্থ্য মত প্রতিবেশিদের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। আজকের এ আয়োজনে স্থানীয় উদ্যোক্তারা তাদের সাধ্যমত চাল-ডাল-চিনি-সেমাই স্থানীয় জনসাধারণের মাঝে বিতরণ করছে। তাদের মত সকলকে গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

ইউপি সদস্য আব্দুল হাই সিদ্দিক সেলিম ও ব্যবসায়ী আব্দুল সালাম মুছার আয়োজনে অনুষ্ঠানটিতে শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আজাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা পাপিয়া রায় পাখি, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক তুহিন চৌধুরী, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও এমপির পিএস আতিকুর রহমান মণ্ডল, বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম, শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহেন শাহ্ ফকির, সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী উজ্জ্বল, উপজেলা যুবলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মজিদুল ইসলাম পুতুল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারিকুজ্জামান সাগর, সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান প্রমুখ।