সৈয়দপুরে গলায় ফাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

আমাদের প্রতিদিন
2024-09-06 07:57:42

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাস দিয়ে আশরাফুল ইসলাম রিফাত(২২) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম। এরআগে মধ্যরাতে শহরের নয়াটোলা আতিয়ার কলোনী রেলওয়ে কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম রিফাত ওই এলাকার  আব্দুর রশিদের ছেলে ও উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা যায়,

মাঝরাতে রিফাতের মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহ আলম বলেন, আত্নহত্যার খবর পেয়েছি। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।