পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোককে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ভুক্তভোগীদের মাঝে এই চেক বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা সমাজসেবা অফিসার এস এম রফিকুল ইসলাম সহ আরো অনেকে।