লালমনিরহাটে জেলা পরিষদ  চেয়ারম‌্যান হলেন এমপি-র এপিএস

আমাদের প্রতিদিন
2024-12-06 04:40:41

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম‌্যান পদে উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি-র ব‌্যক্তিগত কর্মকর্তা (এপিএস) আবু বক্কর সিদ্দিক শ‌্যামল। বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৮২ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয় তিনি। তার নিকটতম প্রার্থী সাবেক এমপি সফুরা বেগম রুমি ২৭৩ ভোট পেয়েছেন।

আজ বুধবার (৩এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া জেলার ৫টি উপজেলার ৬টি কেন্দ্রে ১২ টি বুধে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬ টি কেন্দ্রেই ইভিএম এর মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করেছেন।

উপ-নির্বাচনে মোট ৫ জন প্রার্থী অংশ করেন। তারা হলেন জেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক নজরুল হক পাটোয়ারী ভোলা (আনারস), জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আশরাফ হোসেন বাদল (চশমা) প্রতীক,  সাবেক এমপি সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীক, ব‌্যবসায়ী মমতাজ আলী শান্ত ( মটরসাইকেল) ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস‌্য মোতাহার হোসেনের ব‌্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ‌্যামল।

উল্লেখ্য যে, গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান থেকে  অ্যাড. মোঃ মতিয়ার রহমান পদত্যাগ করায় শুন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।