গঙ্গাচড়ায় দুই ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

আমাদের প্রতিদিন
2024-12-07 10:19:39

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া সদর ও বড়বিল ইউনিয়নে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তা করার জন্য ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এসময় ইউপি সদস্য রাজু আহমেদ শিবুল, লাইফি বেগম, ইউপি সচিব আব্দুল মোন্নাফসহ ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন। গঙ্গাচড়া সদর ইউনিয়নে ৬ হাজার ২শ ২টি ও  বড়বিল ইউনিয়নে ৬ হাজার ৩শ ২৩টি অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেয়া হয়।