রংপুরে সংবর্ধনায় সিক্ত ব্যরিস্টার আনিকা তাসনিয়া

আমাদের প্রতিদিন
2024-12-02 09:57:22

মিঠাপুকুর প্রতিনিধি:

যুক্তরাজ্যের লিংকনস ইন অধীন বিপিপি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার এট ল ডিগ্রী লাভ করায় রংপুর গ্রুপের পরিচালক আনিকা তাসনিয়াকে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন সহকর্মীরা। আজ  বুধবার (১৭ এপ্রিল) রংপুর গ্রুপের হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক সরকার।

বক্তব্য দেন সংবর্ধিত ব্যারিস্টার আনিকা তাসনিয়া, রংপুর গ্রুপের উপ ব্যবস্থ্পনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, পরিচালক আক্তার আলী, মোয়াজ্জেম হোসেন সরকার,  মনিরুল ইসলাম,  বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) নাসিম উদ্দিন, ডা. আদনান বিন আখতার, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শামছুজ্জামান, সাবেক অধ্যক্ষ ডা. আফরোজা বুলবুল প্রমুখ। এর আগে রংপুর গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনিকা তাসনিযাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, ব্যারিস্টার আনিকা তাসনিযা রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান ও ব্যাবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন সরকারের মেয়ে।