নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু

আমাদের প্রতিদিন
2024-12-07 10:02:04

নীলফামারী প্রতিনিধি:

‘প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারী জেলায় প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু হয়েছে।

আজ বৃহষ্পতিবার সকালে সারাদেশে একযোগে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল হক বক্তব্য দেন।

পরে গবাদী পশু পাখি ও খাদ্য বিষয়ক স্টল পরিদর্শণ করেন অতিথিবৃন্দ।

সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোজাম্মেল হক জানান, সেবা সপ্তাহ প্রদর্শণীতে ৪০টি স্টল অংশ নেয়। প্রদর্শণীতে গবাদী পশু পাখি ছাড়াও খাদ্য এবং প্রাণি সম্পদ বিষয়ক নানা তথ্যাদি উপস্থাপন করা হয়।