কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে শনিবার সাপের কামড়ের আযম আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে তীব্র বিষক্রিয়ায় মারা যায়।
প্রতিবেশী এইচ এম মেহেদী জানান, শনিবার ভোর ৫ টার দিকে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ছালিপাড়ার আযম আলী প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যাওয়ার সময় সাপ দংশন করে। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা প্রথমে ওঝার কাছে নেয়। অবস্হার উন্নতি না হলে পরে তাকে চিলমারী হাসপাতালে নেয়া হয়।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আযম আলী ওই এলাকায় মোজাম্মেল হকের ছেলে।
তিনি আরো জানান, তবে পূর্বে তিনি একই ইউনিয়নের লালচামারচর এলাকায় ছিলেন। নদীভাঙনের পর তিনি ছালিপাড়ায় বসবাস করছিলেন।