কুড়িগ্রাম অফিস:
কুড়িগ্রামে কলেজ মোড় দক্ষিন ব্যবসায়ী সমিতির নব—নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
সন্ধ্যায় কলেজ মোড়স্থ শহীদ মুক্তিযোদ্ধা সৃতিফলক সংলগ্ন চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠান হয়। পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: কাজিউল ইসলাম।
কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড় দক্ষিন ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব—নির্বাচিত কমিটির সভাপতি এছাহাক আলী। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম চেম্বার অব কর্মাসের সিনিয়র সহসভাপতি অলক সরকার, কুড়িগ্রাম সনাকের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এডভোকেট আহসান হাবীব নীলু, কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলে সোবান বাবুল, সাধারন সম্পাদক রওশন আমিন রিন্টু, খলিলগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোস্তাফিজার রহমান সাজু, কলেজ মোড় দক্ষিন ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা নুরুল আমিন, জিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুল ইসলাম, ভকেশনাল মোড় ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক লিটন খন্দকার, আর্দশ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিরুল ইসলাম, কুড়িগ্রাম চেম্বার অব কর্মাসের পরিচালক মামুনুর রশীদ তিতাস, মামুন মোল্লা, কলেজ মোড় দক্ষিন ব্যবসায়ী সমিতির নব—নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুক, কলেজ মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী আখের আলী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ মোড় দক্ষিন ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা সাংবাদিক মিজানুর রহমান মিন্টু।
অনুষ্ঠানে নব—নির্বাচিত সকল নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করেন ব্যবসায়ীবৃন্দ। এসময় সাংবাদিক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য, সকল ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীগন উপস্থিত ছিলেন।