বিনোদন ডেস্ক:
টিকটক করে পরিচিতি পেয়েছিলেন অনামিকা ঐশী। পরে 'বদমাইশ পোলাপাইন' ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি। এই টিকটকার ও অভিনেত্রী বিয়ে করেছিলেন গায়ক আলভীকে। তবে ভাঙনের মুখে তাদের সংসার। এবার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন ঐশী।
তিনি বলেন, আমরা এখনই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না। ও চাচ্ছে না, আমিও চাচ্ছি না। কিন্তু আমাদের এখনো ডিভোর্স হয়নি। আমরা দুজনই সেপারেশনে আছি। ও ক্লিয়ার করে বলতে পারছে না কী করবে, আমিও পারছি না। এটা দুজনের সিদ্ধান্তের বিষয়।
ভালোবেসে আলভীর সঙ্গে ঘর বেঁধেছিলেন ঐশী। তবে তার অনেককিছুই ভালো লাগেনি এই টিকটকারের। সেকারণে আলাদাবাস শুরু করেছেন উল্লেখ করে বলেন, তেমন কিছুই আসললে হয়নি। ওর কিছু জিনিস আমার ভালোলাগেনি, এজন্য আমি চলে আসছি।
তবে ঐশী—আলভীর আলাদা হয়ে যাওয়া কটাক্ষের রসদ জোগাচ্ছে নেটাগরিকদের। এ নিয়ে ট্রল করছেন অনেকে। ঐশীর ভাষায়, এটা খুবই স্বাভাবিক। আমরা প্রায় এক বছরের মতো একসঙ্গে ছিলাম, পাবলিকলি। এখন আমাদের দুজনকে একসাথে দেখছে না। মানুষ ট্রল করবেই, মানুষ আসলে আমাদের দুজনকে আবার একসাথে দেখতে চায়। কিংবা আমাদের মধ্যে কী হয়েছে সেটা জানতে চায়।