আঞ্চলিক প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা পরিষদ ডাক বাংলোর সভাকক্ষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার/২৪ এ জেলার প্রেক্ষাপট বিবেচনায় যুবদের উন্নয়নে চাহিদা নিরুপন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি অধ্যাপক ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার।
রোববার সন্ধায় উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম তাদের অর্জন সমূহ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় জাতীয় সংসদ সদস্যের কাছে এক্টিভিষ্টা সদস্য শিমু শেখ, মুন সরকার, আব্দুর রহিম ও আনিছুর রহমান দাবি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার, এমপি বলেন, ইউএসএস এর কার্যক্রম তথা যুবদের কাজের অগ্রগতি খুবই প্রশংসনীয়। আপনারা ভালো কাজ করছেন। আমরা একসাথে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ এজাহার আলী, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রহমান, এমদাদুল হক, রেদওয়ানুর রহমান প্রমূখ।
একশনএইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থা এর মাধ্যমে পরিচালিত ওমেন ইনিশিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় এক্টিভিষ্টা কুড়িগ্রাম উক্ত আলোচনা সভার আয়োজন করে।