নীলফামারীর ডিমলায় মে দিবস পালিত

আমাদের প্রতিদিন
2024-07-21 11:00:48

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

বিশ্বের প্রতিটি দেশের ন্যায় বাংলাদেশও প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় ও  বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে মে দিবস পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১মে (বুধবার) নীলফামারীর ডিমলায় মে দিবস পালিত হয়েছে। বিশ্বের শ্রমজীবি ও মেহনতি মানুষের জীবনমান উন্নতি নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠার দাবীতে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা সারা দিনে আট ঘন্টা কাজের দাবীতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বজুড়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশের শ্রমজীবি ও মেহনতি মানুষের প্রতি সম্মান জানিয়ে দিবসটি উপলক্ষে সরকারী ছুটি ঘোষনা করেন। তখন থেকে এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দিবসটি পালিত হয়ে আসছে।  দিবসটি উপলক্ষে ডিমলা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন পেশাজীবি শ্রমিকরা মাথায় লাল ব্যাচ ধারন করে শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালী বের করে। র‌্যালীটি ডিমলা বিজয় চত্তরের এসে শ্রমিক সমাবেশ, আলোচনাসভা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফেরদৌজ পারভেজ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোছাঃ পারুল বেগমসহ শ্রমিক সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ। দিবসিিট উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।