পীরগাছায় আধুনিক প্রযুক্তিনির্ভর ও স্মার্ট উপজেলা গড়তে নির্বাচনী  ইশতেহার ঘোষণা: চেয়ারম্যান হলে সুখেদুখে পাশে থাকার প্রত্যয়

আমাদের প্রতিদিন
2024-07-27 10:42:00

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলা আধুনিক প্রযুক্তিনির্ভর ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে ২২ নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পারুল ইউনিয়নে এক সংবাদ সম্মেলনে ইসতেহার ঘোষণা করেন। তিনি পীরগাছা উপজেলাকে আধুনিক শিক্ষানগরীতে রূপান্তর করা, কার্যকরী স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে প্রশাসন গড়ে তোলা, কৃষকের ভাগ্য উন্নয়নের নিরলস ভাবে কাজ করা, পীরগাছার মানুষের কষ্ট লাগব এ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা, কারিগরি ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের সুবিধা নিশ্চিত করা, উন্মুক্ত পাঠাগার স্থাপন, উন্মুক্ত খেলার মাঠগুলোকে সংস্কার, ক্রীড়া সামগ্রী প্রদান, যুব সমাজকে খেলাধুলায় মনোযোগী করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে রাস্তাঘাট, ব্রীজ নির্মাণ, বৃক্ষরোপণ কর্মসূচি, সুপেয় পানিও বজ্য নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা, বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সামাজিক সুরক্ষা অক্ষুন্ন রাখা, জঙ্গিবাদ, সন্ত্রাস, চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালু,  বয়স্ক ও সুবিধাবঞ্চিত নারীদের সরকার প্রদত্ত ভাতা ন্যায্যতার ভিত্তিতে বন্টন করা, প্রতিটি গ্রামে আধুনিক শহরের সকল সুবিধা নিশ্চিত করা, প্রতি পরিবারে অন্তত একজন ব্যক্তির রোজগারের পথ নিশ্চিত করা, আধুনিক ও যুপোযোগী পীরগাছা উপজেলা পরিষদ গঠনে ভূমিকা পালন, স্মার্ট ইউনিয়ন পরিষদ গঠন, ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুযোগ—সুবিধা নিশ্চিত করা, চর অঞ্চলের অবহেলিত মানুষের জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং কৃষি ক্ষেত্রে প্রণোদণা সঠিক কৃষকদের মাঝে বন্টন ও কৃষকের উৎপাদিত পণ্য বাজার ব্যবস্থা জোরদার করনের উপর গুরুত্ব আরোপ করেন।

আব্দুল্লাহ আল মাহমুদ মিলন আরো বলেন, আমি গত দুই বার উপজেলা নির্বাচন করেছি, দীর্ঘদিন থেকে আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করায় এবং বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় পীরগাছার উন্নয়নকে ত্বরান্বিত করে সকল সুযোগ—সুবিধা সাধারন মানুষের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করে যাব। আপনারা আমাকে একটি বার সুযোগ দেন, আমি আপনাদের সুখে—দুখে পাশে থাকবো। নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় তার কর্মী—সমর্থক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।