বৈকন্ঠপুর এলাকাতে উপজেলা  ভাইস চেয়ারম্যান প্রার্থী তারিকের নির্বাচনী গণসংযোগ

আমাদের প্রতিদিন
2024-12-04 03:20:22

পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলা ৩ নং চন্দনপাট ইউনিয়নের  বৈকন্ঠপুর ও কালিথ্যান  এলাকাতে নির্বাচনী গণসংযোগ করেন জাতীয় পার্টির সাবেক ( সাংগঠনিক সম্পাদক) রংপুর সদর উপজেলার , রংপুর সদর উপজেলার জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য ও ১নং মমিনপুর ইউনিয়নের জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ তারিকুল ইসলাস ( তারিক সরকার) আপন। ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ তারিকুল ইসলাস ( তারিক সরকার) আপন উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পারকরছেন। তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে ৩ নং চন্দনপাট ইউনিয়নের বৈকন্ঠপুর ও কালিথ্যান  এলাকার সাধারণ মানুষজনকে সঙ্গে নিয়ে  নির্বাচনী  গণসংযোগ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাস ( তারিক সরকার) আপন। আমি জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা  ও দোয়া চায়।