নাগেশ্বরীতে শিক্ষার্থীদেরকে বিতর্ক ও বাল্যবিয়ে বিষয়ে প্রশিক্ষণ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়েদের সমস্যাকে কেন্দ্র করে বিতর্ক ক্লাব গঠন, বালবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক এবং বিতর্ক প্রতিযোগিতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ভাব বাংলাদেশের আয়োজনে এবং মালালা ফান্ড প্রজেক্টের অর্থায়নে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী নাগেশ্বরী ডিএম একাডেমি বিদ্যালয়ে এ সময় শিক্ষার্থীদেকে বিতর্ক প্রতিযোগিতা এবং বালবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষন প্রদান করেন ভাব বাংলাদেশের প্রশিক্ষক আব্দুল কাইয়ুম। প্রশিক্ষণে উপজেলার ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়, আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের এ্যাসিস্টেন্ট কান্ট্রি ডিরেক্টর এমএ আলিম খান, প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম আজাদ, আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শালমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদা মন্ডল মামুন, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার মাইদুল ইসলাম প্রমুখ।