২২ কার্তিক, ১৪৩১ - ০৬ নভেম্বর, ২০২৪ - 06 November, 2024

দিনাজপুরে বিআইডব্লিউটি’এ আয়োজিত সমাবেশে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

আমাদের প্রতিদিন
1 year ago
248


আমেরিকা, ইউরোপ ও পশ্চিমাগোষ্ঠী শেখ  হাসিনাকে কাবু করতে পারবে না

দিনাজপুর প্রতিনিধি:

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, দিনাজপুর শহরঘেষা বহমান পুণর্ভবা নদীর প্রবাহ আর কখনও থেমে যাবে না। এই নদীর অপরূপ দৃশ্য আর আমাদের কাছ থেকে হারিয়ে যাবে না। তিনি বলেন, নদীখনন ও তীর সংরক্ষন কাজে নৌ পরিবহন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে দিনাজপুরে ৫ হাজার কোটি টাকার কাজ চলমান। এছাড়াও দিনাজপুর ও কুড়িগ্রামে মেরিটাইম ইনষ্টিটিউট করা হচ্ছে। এই অঞ্চলের শিক্ষার্থীরা এখন শুধু এই এলাকার নদী নয়, এই ইনষ্টিটিউট থেকে শিক্ষা নিয়ে তারা সমুদ্র পাড়ি দেবে।

শনিবার (২৬ আগষ্ট) সকাল ১০টায় দিনাজপুর জেলায় বিআইডবিøউটিএ’র অফিস ভবন, তুলাই নদীতে রাবার ড্যাম ও পূনর্ভবা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে আছে। আমেরিকা, ইউরোপ ও পশ্চিমাগোষ্ঠী শেখ হাসিনাকে কাবু করতে পারবে না। যারা শেখ হাসিনাকে কাবু করতে চায়, যারা শেখ হাসিনাকে টেনে ধরতে চায়, আগামী নির্বাচনে তাদের ব্যালটের মাধ্যমে এসব ষড়যন্ত্রের জবাব দেবে এদেশের জনগন।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) ড. একেএম আজাদুর রহমান, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ মমিনুল করিম, বিরল পৌরসভার মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর প্রমুখ।

এর আগে দিনাজপুরের বিরল উপজেলায় ৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে বিআইডব্লিউটিএ’র অফিস ভবন, ৩৬ কোটি ২ লাখ টাকা ব্যায়ে তুলাই নদীতে ২টি রাবার ড্যাম ও পূনর্ভবা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth