পলাশবাড়ীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মান মঞ্জুরীর চেক বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর উদ্দ্যেগে উপজেলা চত্তর থেকে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি।
এ সময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায় এ উপজেলায় ১০০টি পরিবারের মাঝে ১ বান্ডিলকরে ঢেউটিন ও ৩ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।