১ আশ্বিন, ১৪৩১ - ১৬ সেপ্টেম্বর, ২০২৪ - 16 September, 2024
amader protidin

পীরগাছায় বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

আমাদের প্রতিদিন
1 year ago
146


পীরগাছা(রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় মামলা মোকাদ্দমাকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১০ টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি কাবিলাপাড়া গ্রামে সাবেক ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাল্লুর বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিসংযোগকারীরা নগদ টাকাসহ কিছু আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ তাজুল ইসলাম অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি কাবিলাপাড়া গ্রামে সাবেক ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাল্লুর সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের মৃত হবি উল্লাহর ছেলে প্রভাবশালী শাহ আলমের মামলা-মোকাদ্দমা চলে আসছিলো। এরই জের ধরে গতকাল বুধবার রাত ১০ টার দিকে শাহ আলমের নির্দেশে তার ছোট ছেলে সেতু মিয়া, মীর আলমের ছেলে বিক্রম, তাকের আলীর ছেলে মেহেদীসহ ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি তাজুল ইসলাম তাল্লুর বাড়িতে দাহ্য পদার্থ ছিটিয়ে অগ্নি সংযোগ করে। এসময় বাড়িতে থাকা তাল্লুর স্ত্রী নুর জাহান বেগমের চিৎকারে এলাকাবাসী

এগিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সময় আসামীরা আগুন নেভানোর অভিনয় করে বসত ঘরে থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন এবং নগদ ২০ হাজার টাকা ও কিছু আসবাবপত্র লুট করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাজুল ইসলাম তাল্লু বাড়িতে আসার সময় পথে আসামীদের নিকট লুট হওয়া আসবাবপত্র দেখতে পান। অগ্নিকান্ডে ১০ মন ধান, ৯ মন চাল ও দুইটি টিনের ঘর পুড়ে যায়। এতে করে প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।

ক্ষতিগ্রস্থ তাজুল ইসলাম তাল্লু বলেন, আমি খবর পেয়ে বাড়িতে আসার সময় আসামীরা আমার বাড়ি থেকে মালামাল নিয়ে যেতে দেখেছি। পরে বাড়িতে গেলে আমার স্ত্রী আসামীদের বিষয়ে অবগত করে।

এ বিষয়ে জানতে চাইলে বিবাদী শাহ আলম সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গত এক মাস থেকে লালমনির হাটে আছি। তাই ওই বিষয়টি জানিনা।

এ ব্যাপারে পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, এ ধরনের অভিযোগ আমি এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।  

   

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়