২১ কার্তিক, ১৪৩১ - ০৫ নভেম্বর, ২০২৪ - 05 November, 2024

মিঠাপুকুরে দোকানঘরে ওয়্যারিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নে নিহত

আমাদের প্রতিদিন
1 year ago
351


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

মিঠাপুকুরে নবনির্মিত দোকান ঘরে বৈদ্যুতিক ওয়্যারিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নে নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলা বড় হযরতপুর ইউনিয়নের বড় হযরতপুর গ্রামের। নিহতরা হলেন- ওই গ্রামের মৃত মমদেল হোসেনের ছেলে মজমুল হোসেন (৩৫) ও শাহ আলম মিয়ার প্রতিবন্ধী ছেলে বুলু মিয়া (২৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যবসায়র জন্য গ্রামে একটি পাকা দোকানঘর নির্মাণ করেছেন বুলু মিয়া। সেই দোকানে বৈদ্যুতিক সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ কার্যালয়ে আবেদন করা হয়েছে। এজন্য নিজেরাই বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ করছিল ভাগ্নে বুলু মিয়া ও মামা মজমুল হোসেন। কাজের এক পর্যায়ে বৈদ্যুতিক শক খেয়ে তারসহ দোকানের মেঝেতে পড়ে যায় ভাগ্নে বুলু মিয়া। মেঝে ছিল পানিতে পরিপূর্ণ। সেই পানিতে দাড়িয়ে ছিলেন মামা মজমুল হোসেন। তিনিও বৈদ্যুতিক শক খেয়ে পানিতে পড়ে যান। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কতব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুলু মিয়ার পিতা শাহ আলম বলেন, আমার ছেলে প্রতিবন্ধী। ব্যবসায় করার জন্য গ্রামে একটি দোকানঘর নির্মাণ করে দিয়েছি। সেই দোকানে আমার শ্যালকসহ বৈদ্যুতিক ওয়্যারিং করছিল। এক পর্যায়ে আমার ছেলে বৈদ্যুতিক শক খেয়ে তারসহ পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জনে গুরুতর আহত হন। পরে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মন বলেন, শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ার দ্বারা ওয়্যারিং করতে হবে। নাহলে এভাবে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। এজন্য সকলকে সচেতন হতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth