২৭ আশ্বিন, ১৪৩১ - ১২ অক্টোবর, ২০২৪ - 12 October, 2024

আগামী বৃহস্পতিবার রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন

আমাদের প্রতিদিন
1 year ago
303


নিজস্ব প্রতিবেদক:

আগামী ৭ই সেপ্টেম্বর-২০২৩ইং রোজ বৃহস্পতিবার রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে রংপুর আইনজীবী সমিতির সর্বমোট ৩৭৬জন ভোটার তাদের মুল্যবান ভোট প্রদান করবেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ১৭টি পদে দু’টি প্যানেলে ৩৩জন এবং স্বতন্ত্র ৫জন প্রার্থীসহ সর্বমোট ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্বিতা করছেন।

বাংলাদেশ আওয়ামীলীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও স্বাধীনতার স্বপক্ষের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনেনীত সভাপতি পদে এ্যাড. মোঃ আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক পদে এ্যাড. মোঃ আব্দুল হক প্রামানিকসহ ১৭জন প্রার্থী এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে সভাপতি পদে এ্যাড. আব্দুল কাইয়ুম মন্ডল এবং সাধারণ সম্পাদক পদে এ্যাড. মোঃ আলতাফ উদ্দিনসহ ১৬জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও স্বতন্ত্র সভাপতি পদে এ্যাড. মোঃ মোস্তাফিজার রহমান বুলুসহ ৫জন প্রার্থী উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ইং কে ঘিরে আদালত পাড়া জমে উঠেছে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণা। গণসংযোগ, শোডাউন, লিফলেট বিতরণসহ সকল প্রার্থীদের চলছে ব্যাপক প্রচারণা। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বাংলাদেশ আওয়ামীলীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও স্বাধীনতার স্বপক্ষের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আদালত চত্তরে শোডাউন ও গণসংযোগ করেন। গণসংযোগ ও শোডাউন শেষে ভোটারদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও স্বাধীনতার স্বপক্ষের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী এ্যাড. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হক প্রামানিক,সহ-সভাপতি এ্যাড. মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ জিয়াউল হাসান জিয়া, বার ভবন বিষয়ক সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায় ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড. নাজিরা খাতুন বিথিসহ অন্যান্য প্রার্থীরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth