২৪ ভাদ্র, ১৪৩১ - ০৮ সেপ্টেম্বর, ২০২৪ - 08 September, 2024
amader protidin

ভূরুঙ্গামারীতে প্রশাসনের হস্তক্ষেপে ২০০ বিঘা জমির জলাবদ্ধতার নিরসন

আমাদের প্রতিদিন
1 year ago
269


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ২০০ বিঘা আবাদি জমির জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । জয়মনিরহাট ইউনিয়নের ভেরভেরি ও বাউসমারী বিলে এই উদ্যেগের ফলে কৃষকের মুখে হাসি ফুটেছে। এখন তারা ওই জমিগুলোতে আবাদ করতে পারবেন। বিলে জমে থাকা পানি যাতে পাশের বকনী নদীতে যেতে পারে সে জন্য পাইপ বসিয়ে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হয়।

জানা যায়, স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান বিলের মাঝ খানে বাঁধ দিয়ে পুকুর কেটে মাছ চাষ শুরু করেন। ফলে প্রায় তিন শতাধিক কৃষকের দুইশ বিঘা জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। এর প্রতিকার চেয়ে এলাকা বাসীর পক্ষে ৪৪ জন ব্যক্তি স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার ও থানার ওসির নিকট দেওয়া হয়। এ নিয়ে আমাদের প্রতিদিন  সহ  বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি মিমাংসার উদ্যোগ নেয় উপজেলা পরিষদ। গত বুধবার এডিবির প্রকল্প থেকে ১০ ইঞ্চি মাপের ৩৫০ ফিট পাইপ বসিয়ে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল,  উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আপেল মাহমুদ, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, ওসি তদন্ত মামুন, জয়মনির হাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, জমির মালিক বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান সহ রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়