ঘোড়াঘাটে ধানের জমি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পালশা এলাকায় ধানের জমি থেকে তাইজুল ইসলাম (৫৫) নামে ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি পালশা শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করতেন।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার বলাহার নয়াপাড়া এলাকার আলম মিয়ার ছেলে।
স্থানীয় ও নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ ১৩/১৪ বছর যাবত উপজেলার পালশা গ্রামে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গত বুধবার দিবাগত ভোর রাত পর্যন্ত তিনি বাড়িতে অবস্থান করছিলেন। পরে সকাল ৬ টার দিকে বিদ্যালয়ের কিছু দূরে জমির মালিক ধান ক্ষেত দেখতে গেলে লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তি মানসিক রোগী ছিলেন বলে তার আত্মীয় সূত্রে জানা গেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মারফত খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।