ডোমারে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ২ ব্যক্তিকে জরিমানা
ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ২ ব্যক্তির কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর সকালে ডোমার কাঁচা বাজারে আলুর আড়তদারদের পাইকারি ক্রয় বিক্রয়ের উপর বাজার দর যাচাই বাছাইয়ের উপর ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান পরিচালিত হয়েছে। এসময় আলুর আড়তদার মজনু আলমের আড়তে আলু ক্রয় বিক্রয়ের রশিদ প্রদানে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় আড়তদার মজনু আলমের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর পাশাপাশি উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্চনপুর বাজারে আকলিমা ট্রেডার্সে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় আকলিমা ট্রেডার্সের প্রোপাইটর মোবাইদুল ইসলামের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় পূর্বক তাকে সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলার সহকারী পরিচালক শামসুল আলম এবং নীলফামারী জেলা বাজার মূল্য নিয়ন্ত্রন কর্মকর্তা এটিএম এরশাদ।
প্রসিকিউট কর্মকর্তা হিসেবে অভিযোগ দায়ের করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমীন রহমান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন ডোমার থানার এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ।