২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

কুড়িগ্রামে নদী ভাঙন রোধে চারটি বড় প্রকল্পের কাজ চলমান

আমাদের প্রতিদিন
1 year ago
231


উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।আজ  শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বামনি খালের উপর ৮ ভেন্টের রেগুলেটর নির্মাণ কাজের পরিদর্শন করেন তিনি। এ সময় ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষ রোপন কর্মসূচীও উদ্বোধন করেন। পরে ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ৫৭ কিলোমিটার নির্মানাধীণ তীর রক্ষা বাধ এলাকা পরিদর্শন করেন নাজমুল আহসান।

এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহাবুবর রহমান, রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব, কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।

এ সময় পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান সাংবাদিকদের জানান, কুড়িগ্রামে নদী ভাঙন থেকে রক্ষায় চারটি বড় প্রকল্প চলমান রয়েছে যা পুরোপুরি বাস্তবায়ন হলে এ এলাকায় নদী ভাঙন অনেকাংশে কমে আসবে।##

সর্বশেষ

জনপ্রিয়