৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

পীরগঞ্জের করতোয়ার চরে জুয়ার মাঠে অশ্লীল নৃত্য

আমাদের প্রতিদিন
1 year ago
173


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীর টোংরারদহ এলাকায় মহিলাদের অশ্লীল নাচ দেখিয়ে জমজমাট জুয়ার আসর বসে।প্রতিদিন রাত ১০ টা হইতে গভীর রাত পর্যন্ত খেলাটি চলে। ফলে জুয়ার মাঠে তরুণদের উপচে পড়া ভীড় জমে উঠে।উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনা পাড়া মৌজার মধ্যে গত দুই সপ্তাহ ধরে জুয়া খেলাটি বসে।

এলাকাবাসী জানান, বড় বদনা পাড়া গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আতিকুর রহমানের নেতৃত্বে পলাশবাড়ী  এবং পীরগঞ্জ উপজেলার কয়েকজন  জুয়াড়ি এ খেলাটি পরিচালনা করে থাকে।  এলাকাবাসী ও প্রশাসনকে তোয়াক্কা না করে অবিরাম ৪/৫ জন মেয়ে নাচিয়ে খেলার আসরটি চাঙ্গা করে তোলে।

কখনো খেলাটি পলাশবাড়ী সিমানার মধ্যে কখনো পীরগঞ্জের সিমানার মধ্যে বসে। তবে প্রায় দিনই করতোয়া নদীর টোংরারদহ থেকে নৌকা পার হয়ে পীরগঞ্জের সিমানার বালু চরে জুয়াড়ীদের সমাগম ঘটে। পলাশবাড়ী উপজেলার ভেকি পাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ মিয়া দাপট দেখিয়ে নাচগানের মাধ্যমে জুয়ার আসরটি জমজমাট করে।

স্থানীয়রা বলছেন জুয়ার মাঠে মহিলা দিয়ে নাচগান করে এতে এলাকার তরুণ সহ সকল বয়সের লোকজনে উক্ত খেলার মাঠে ভীড় করে। এতে করে অই এলাকার যুব ও তরুণ সমাজ নষ্টের পথে। জুয়াড়িদের হাত থেকে যুব সমাজকে বাচাতে  এবং জুয়া বন্ধের জন্য  প্রশাসন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ দাবি করছেন।

চতরা ইউনিয়ন বিট পুলিশের এ এস আই শহিদুল ইসলাম বলেন, জুয়াড়িদের সাথে কথা বলা হয়েছে। চতরা ইউনিয়নের আশেপাশে যেকোনো স্থানে জুয়া খেলা হলে, তাদের কে আটক করে জেল হজতে প্রেরণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth